Introduction Of VLSM: VLSM নেটওয়ার্কিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমরা যারা প্রফেশনাল ভাবে নেটওয়ার্কং শিখতে চাই তাদের জন্য VLSM না জানলেই নয়। VLSM মানে হচ্ছে Variable Length Subnet Mask। একটি নেটওয়ার্ক কে আরো মাল্টিপল সাবনেটওয়ার্ককে বিভক্ত করাকে বলা হয় VLSM। এখন কথা কথা হচ্ছে আমরা কেন VLSM করবো? আইপিগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য অর্থাৎ আইপির অপব্যবহার কমানের জন্য VLSM প্রয়োজন হয় । আমরা যখন সাবনেটিং করি তখন আমরাদের প্রতিটি নেটওয়ার্ক এ সমান সংখ্যক আইপি অ্যড্রেস থাকে। কিন্তু আমরা যখন কোন অফিসে কাজ করব তখন দেখব সেখানে অনেকগুলি ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা সংখ্যক আইপি অ্যড্রেস এর প্রয়োজন হবে। আমরা যখন সাবনেটিং করে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যসাইন করব তারপরও দেখতে পারব অনেক আইপি মিসইউজ থেকে যাবে। কোন ডিপার্টমেন্টে আমাদের 50টি আইপি লাগবে আবার কোন ডিপার্টমেনেট লাগতে পারে 10টি । যেখানে 10টি আইপি লাগবে সেখানে অবশ্যই অনেক আইপি অ্যড্রেস অব্যবহৃত থেকে যাবে। আমারা এই সমস্য সমাধান করতে পারি VLSM এর মাধ্যমে। এই অব্যবহৃত আইপি অ্যড্রেস এর সংখ্য কমানোর জন্যই আমরা VLSM করে থাকি।
VLSM Design: VlSM ডিজাইন একটি গুরুত্বপূর্ন বিষয়। আপনার নেটওয়ার্ক এ আপনি যত বেশি আইপি লস কমাতে পারবেন আপনার নেটওয়ার্ক এর পারফর্মেন্স তত ভাল হবে । নেটওয়ার্ক যত ছোট হবে ব্রডকাষ্ট তত কম হবে। VLSM ডিজাইন এর ক্ষেত্রে আমদের যে বিষয়টা করব তা হল ,প্রথমে কোন ডিপার্টমেন্ট এ সবচেয়ে বেশি যত আইপি লাগবে তার উপর ভিত্তি করে আমরা প্রথমে সাবনেটিং করব । এর পর তার চেয়ে কম আইপি লাগছে কোন ডিপার্টমেন্টে তার উপর ভিত্তি করে আমরা আবার এই সাব নেটওয়ার্কটিকে আবার সাবনেটওয়ার্ক এ বিভিক্ত করব। এভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টে যে পরিমান আইপি অ্যাড্রেস প্রয়োজন তার উপর ভিত্তি করে আমরা কোন নেটওয়ার্ককে মাল্টিপল সাবনেটওয়ার্ককে বিভক্ত করতে পারি । VLSM ডিজাইনে আমাদের সবসময় বড় থেকে ছোটর দিকে যাব।
ইমপ্লেমেন্ট VLSM নেটওয়ার্ক: মনে করুন আমাদের একটি অফিস রয়েছে এবং সেখানে ৪টি ডিপার্টমেন্ট রয়েছে এবং এই ৪টি ডিপার্টমেন্টেকে আলাদা আলাদা নেটওয়ারর্কে রাখব। ধরুন এই ৪টি ডিপার্টমেন্ট হল –
- ম্যানেজমেন্ট
- সেলস
- একাউন্টস
- আইটি
আমাদের এই প্রত্যেকটি ডিপার্টমেন্টে বিভিন্ন পরিমানের আইপি অ্যাড্রেস প্রয়োজন। ধরি, ম্যানেজমেন্ট টিম এর জন্য 60টি, সেলস টিম এর জন্য 25টি, একাউন্টস টিম এর জন্য 12টি এবং আইটি টিম এর জন্য 5টি আইপি অ্যড্রেস প্রয়োজন । ধরুন আমাদের কাছে 192.168.16.0/24 এই নেটওয়ার্কটি রয়েছে। যেহেতু এই ৪টি ডিপার্টমেন্টকে আলাদা আলাদা নেটওয়ার্ক এ রাখতে হবে ।
এখানে আমাদের সবচেয়ে বেশি আইপি অ্যড্রেস প্রয়োজন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 50টি। আমরা যদি আমাদের 192.168.16.0/24 এই নেটওয়ার্কটিকে 192.168.16.0/26 সাবনেটে বিভক্ত করি। আমরা হোস্ট বিট থেকে আরো ২টি বিট নেটওয়ার্ক এর জন্য নিই তাহলে আমরা এখানে ৪টি সাবনেটওয়ার্ক পাব। এখানে ব্লক সাইজ হবে 64 এবং প্রতিটি নেটওয়ার্ক এ ৬২টি করে হোস্ট থাকবে। আমাদের ম্যানেজমেন্ট টিম এর জন্য প্রয়োজন 60টি। তাহলে আমরা প্রথম নেটওয়ার্কটি ম্যানেজমেন্ট টিম এর জন্য ইউজ করতে পারি যেখানে হোস্ট রয়েছে 62টি । এখানে আমাদের কোন আইপি লস হচ্ছে না ।
এবার সেকেন্ড নেটওয়ার্কটি যদি আমরা সেলস টিম এর জন্য ব্যবহার করি তাহলে আমাদের অনেক গুলি আইপি অব্যবহৃত থেকে যাচ্ছে । আমাদের সেকেন্ট নেটওয়ার্কটি হল 192.168.16.64/26। এই নেটওয়ার্কটিকে যদি আমরা আবার সেলস ডিপার্টমেন্ট এর প্রয়োজন অনুযায়ি বিভক্ত করতে পারি । সেলস টিমে আমাদের আইপি প্রয়োজন 30টি । আমাদের এই নেটওয়ার্কটিকে এমন ভাবে বিভক্ত করতে হবে যাতে আমদের আইপি লসও না হয় এবং আমদের প্রয়োজনিয় আইপি যেন আমরা পাই। আমরা যদি 192.168.16.64/26 এই নেটওয়ার্কটিকে 192.168.16.64/27 এই সাবনেটে বিভক্ত করি তাহলে আমাদের ব্লক সাইজ হবে 32 এবং প্রতিটি নেটওয়ার্ক এ ব্যবহৃত আইপির সংখ্যা হবে 30। তাহলে আমরা সেলস টিম এর জ্ন্য 192.168.16.64/27 এই নেটওয়ার্কটিকে ব্যবহার করতে পারি ।
এবার এর পরের নেটওায়ার্কটি 192.168.16.96/27 যদি একাউন্টস টিম এর জন্য ব্যবহার করি তাহলে আমাদের অনেকগুলি আইপি লস হচ্ছে । আমরা এই নেটওয়ার্কটিকে আবার সাবনেটে বিভক্ত করতে পারি । যদি আমরা এই নেটওয়ার্কটিকে 192.168.16.96/28 এই সাবনেটে বিভক্ত করি তাহলে আমরা হোস্ট পাব 14টি । আমাদের আইপি প্রয়োজন 12টি, তাহলে আমাদের আইপি লস কমে যাচ্ছে।
এবার আসি আইটি টিম এ। এখানে আমাদের আইপি প্রয়োজন 5টি । আমরা 192.168.16.96/28 নেটওয়ার্ক এর পরের নেটওয়ার্ক 192.168.16.112/28 (এখানে ব্লক সাইজ 16) এই নেটওয়াকটি কে আইটি টিমে ব্যবহার করলে আমাদের অনেক আইপি লস হবে। সেজন্য আমরা পুনরাই এই নেটওয়ার্কটি সাবনেটওয়ার্ক এ বিভক্ত করব। আমরা যদি 192.168.16.112/28 এই নেটওয়ার্কটিকে 192.168.16.112/29 এই সাবনেটওয়ার্ক এ বিভক্ত করি তাহলে আমাদের নেটওয়ার্ক এর ব্লক সাইজ হবে 8 এবং এখনে আমাদের ব্যবহৃত আইপির সংখ্যা হবে 6। যেখানে আমদের আইপির প্রয়োজন 5টি ।
তাহলে এখানে আমরা প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করলাম এবং এই প্রতিটি নেটওয়ার্ক আলাদা আলাদা সাবনেটে বিদ্যমান । চলুন এক নজরে দেখে নিই-
- ম্যানেজমেন্ট – নেটওয়ার্ক 192.168.16.0/26 সাবনেট মাক্স 255.255.255.192
- সেলস – নেটওয়ার্ক 192.168.16.64/27 সাবনেট মাক্স 255.255.255.224
- একাউন্টস- নেটওয়ার্ক 192.168.16.96/28 সাবনেট মাক্স 255.255.255.240
- আইটি – নেটওয়ার্ক 192.168.16.112/29 সাবনেট মাক্স 255.255.255.248
এভাবে আমরা VLSM এর মাধামে একটি নেটওয়ার্কে মাল্টিপল নেটওয়ার্কে বিভক্ত করে আমরা নেটওয়ার্কের আইপি লস কমাতে পারি ।
No comments:
Post a Comment