• Breaking News

    Monday, February 18, 2019

    নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস সম্পর্কে জেনে নিন।

    আজকের আলোচনায় আমরা নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস সর্ম্পকে আলোচনা করব। কোন কোন ডিভাইস কি  কাজে ব্যবহার করা হয় এবং এই ডিভাইস সকল কোন লেয়ারে কাজ করে সে সর্ম্পকে আলোচনা করব, ইনশাআল্লাহ্।

    রিপিটার(Repeater): আমরা জানি কোন সিগন্যাল ট্রান্সমিশন এর সময় বিভিন্ন কারণে এই সিগন্যাল আস্তে আস্থে দূর্বল হতে থাকে । নির্দিষ্ট একটি দূরত্ব আতিক্রম কারা পর এক সময় এর অস্থিত্ত্বই লোপ পায় ।  সিগন্যাল এর এই অস্তিত্ত্ব লোপ পাওয়ার পূর্বেই সিগন্যালকে পুনরায় বর্ধিত করা প্রয়োজন । সিগন্যালকে বর্ধিত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটিই হল রিপিটার । প্রতিটি সিগন্যালে এর একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে এরপর থেকে সিগন্যালটি আস্তে আস্তে দূর্বল হতে থাকে । এই নির্দিষ্ট রেঞ্জ পর পর একটি করে রিপিটার ব্যবহার করা হয় । যাতে করে সিগন্যালের কোন ক্ষতি না হয় । এটি OSI Model এর ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে

    হাব(Hub): হাব হল একাধিক পোর্ট বিশিষ্ট একটি রিপিটার । এটি OSI Model এর ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে । এর কোন টেবিল নেই । অর্থাৎ হাব কোন ডিভাইস এর কোন অ্যাড্রেস সংরক্ষন করে রাখে না । কোন ডিভাইস থেকে যখন কোন ডাটা হাব এর কাছে আসে , হাব তখন সেটার কোন কিছু না  দেখেই তার সকল পোর্ট দিয়ে সেই ডাটা ট্রন্সমিট করে দেয় ।  নেটওয়ার্ক অ্যাড্রেস বা ম্যক অ্যাড্রেস নিয়ে হাব এর কোন মাথা ব্যথা নেই ।
    সুইচ(Switch): সুইচ আসলে একধিক পোর্টবিশিষ্ট একটি ব্রিজ। এটি OSI Model এর ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে । এটি সাধারণত লোকল এরিয়া নেটওয়ার্ক এর জন্য ব্যবহার করা হয় । সুইচ এ একটি ক্যাম টেবিল থাকে যেখানে তার সাথে যুক্ত সকল ডিভাইস এর MAC অ্যাড্রেস সংকক্ষন করে থাকে । সুইচে যখন কোন একটি ডাটা আসে অন্য কোন ডিভাইসে পেীছানোর জন্য । সুইচ তখন তার MAC Address দেখে , এই MAC Address  যেই পোর্ট এর সাথে যুক্ত সুইচ ডাটাকে সেই পোর্ট দিয়ে ট্রন্সমিট করে দেয় । অন্য কোন পোর্ট দিয়ে সেই ডাটা যেতে দেয় না ।
    Switch
    ব্রিজ (Bridge): ব্রিজ এমন একটি ডিভাইস যা দিয়ে দুটি নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করা যায় । এটি হাব এর মতই তবে হাব ও এর মঝে পার্থক্য হল এটি কাজ করে OSI মডেল এর ডটিালিঙ্ক লেয়ারে । ব্রিজ ডিভাইস এর ম্যক অ্যড্রেস নিয়ে কাজ করে  এবং ব্রিজ প্রতিটি ডিভাইস এর ম্যাক অ্যাড্রেস নিয়ে একটি ব্রিজিং টেবিল তৈরি করে । ব্রিজ ম্যাক অ্যাড্রস দেখে সিদ্ধান্ত নিতে পারে ডাটা পাকেটকে কোন নেটওয়ার্ক সেগমেন্ট এ পাঠাতে হবে ।
    Bridge
    রাউটার(Router):  এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং । আর রাউটিং এর জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় রাউটার (Router) । এটি OSI Model এর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে । কয়েকটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য এই ডিভাইস ব্যবহার করা হয় । ডাটা প্যাকেট  এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ রাউট করার কাজে ব্যবহৃত ডিভাইস ।
    Router
    ব্রাউটার (Brouter) : ব্রাউটার হল রাউটার ও ব্রিজের সমন্বয়ে তৈরি একটি ডিভাইস । যা একই সাথে রাউটার ও ব্রিজ এর কাজ করতে পারে । কোন নেটওয়ার্কে ‍যদি একই সাথে অনেক গুলি প্রটোকল রান করে সেখানে ব্রউটার ব্যবহার করা হয় । কারন এখানে যেসকল প্রটোকল রাউটেবল সেগুলি রাউট হবে এবং যেগুলি রাউটেবল না সেগুলি ব্রিজ করবে ।ব্রউটার OSI Model এর Datalink ও Network Layer  এ কাজ করে । ব্রউটারে একই সাথে দুটি টেবিল থাকে তা হল রাউটিং টেবিল এবং অন্যটি হল ব্রিজিং টেবিল ।
    Brouter
    গেটওয়ে (Getway): গেটওয়ে হল এমন একটি ডিভাইস যা দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্কসমুহকে যুক্ত করা যায়। Router, Switch, Hub, Bridge ইত্যাদি ডিভাইস প্রটেকল ট্যান্সলেশনের সুবিধা দেয় না, কিন্তু গেটওয়ে এই সুবিধাটা দিয়ে থাকে । কোন ধরনের ট্রান্সলেশন এর সুবিধা দিচ্ছে তার উপর ভিত্তি করে এই ডিভাইস OSI Model এর সকল স্তর এ কাজ করে থাকে । তবে বেশিরভাগ গেটওয়ের কাজ ঘটে OSI Model এর উপরের স্তরে অর্থাৎ অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ও ট্রান্সপোর্ট লেয়ারে ।
     
    কোন ধরনের কাজ করছে তার উপর ভিত্তি করে গেটওয়েকে কয়েক প্রকারে ভাগ করা যেতে পারে । এর মধ্যে অন্যতম হলো এড্রেস গেটওয়ে, প্রটোকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন গেটওয়ে ইত্যাদি । আপনাদের যদি কোন বিষয় সর্ম্পকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
    নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface Card): নেটওয়ার্কে কম্পিউটারগুলো কেবল দিয়ে যুক্ত হলেও এই কেবলগুলো কম্পিউটারের সাথে যুক্ত করতে হলে একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করতে হয়। এই ইলেকট্রনিক সার্কিটকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC)। এটি ল্যান কার্ড(LAN Card) বা নেটওয়ার্ক এডাপ্টার (Network Adapter) নামেও পরিচিত।
    Network Interface Card
    মডেম: ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে খুবই কমন একটি শব্দ হচ্ছে মডেম। তোমাদের সবার কাছেই এই নামটি খুব পরিচিত তাই না? টেলিফোন লাইন কিংবা ওয়্যারলেস ইন্টারনেট সংযোগের জন্য এটি একটি অপরিহার্য ডিভাইস। MODEM শব্দ MOdulator এবং DEModulator এই দুইটা শব্দ নিয়ে গঠিত। কম্পিউটার ধরো কোন সংকেত আরেকটা কম্পিউটারে পাঠাতে চায়। তখন সে যেটা করবে সেটা হচ্ছে প্রথমে ডিজিটাল সংকেত কে এনালগ সংকেতে রূপান্তরিত করবে। এটাকে বলে মডুলেশন। এই কাজের জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় DAC (Digital to Analog Converter)। আবার যে কম্পিউটার এই সংকেত গ্রহণ করবে সে ঠিক উল্টো কাজ করবে। সে ডিমডুলেশন করে সংকেত কে এনালগ থেকে পুনরায় ডিজিটালে রূপান্তরিত করবে। এই কাজে যে সার্কিট ব্যবহৃত হয় সেটা হচ্ছে ADC (Analog to Digital Converter) মডেমকে কম্পিউটার নেটওয়ার্কে বা USB পোর্টে সরাসরি যুক্ত করা হয়। টেলিফোন লাইনের জন্য ইন্টারনাল ও এক্সটার্নাল দুই ধরনের মডেম ব্যবহৃত হয়। যদিও ইন্টারনেট সংযোগের জন্য এখন টেলিফোন লাইন ব্যবহার করা হয় না বললেই চলে।

    1 comment:

    1. খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছের ।

      ReplyDelete

    Fashion

    Beauty

    Travel